• সম্প্রীতি উৎসব, ২০২৩
  • Civil engineering
  • সড়ক অবকাঠামো উন্নয়ন কাজ
  • সড়ক অবকাঠামো উন্নয়ন কাজ
  • সড়ক অবকাঠামো উন্নয়ন কাজ
  • সম্মানিত সিএএফও মহোদয়ের উপস্থিতিতে বিসিএস (অডিট এন্ড একাউন্টস) ৪১ ব্যাচের এটাচমেন্ট প্রোগ্রামের হাতে কলমে বিল পাসের স্থির চিত্র।
  • সিএএফও মহোদয় কর্তৃক বিসিএস (অডিট এন্ড একাউন্টস) ৪১ ব্যাচের এএজিগণকে ফুলেল শুভেচ্ছা

অফিসের বর্ণনা

সিএএফও, স্থানীয় সরকার বিভাগ

 সিএএফও, স্থানীয় সরকার বিভাগের যাত্রা শুরু হয় আশির দশকে। এটি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিএএফও। সরকারের স্থানীয় সরকার বিভাগ এবং তার অধীনস্থ অফিস গুলোর বিল সংক্রান্ত কাজ এ অফিসের মাধ্যমে পূর্ব নিরীক্ষা ও পাশ হয়।  এই কার্যালয়ের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ এবং তার অধীনস্থ যে সমস্ত অফিস রয়েছে যেমন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও এর আওতাধীন প্রকল্পসমূহ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও এর আওতাধীন প্রকল্পসমূহ, সকল সিটি কর্পোরেশন সমূহ, ওয়াসা-র আওতাধীন কার্যালয়সমূহ, রেজিস্টার জেনারেলের কার্যালয় প্রভৃতির যাবতীয় বিল সংক্রান্ত কাজ প্রি অডিট ও পাশ করা হয়। এ কার্যালয়ের নিজস্ব বিল পাশ এবং উপরে উল্লিখিত অন্যান্য অফিসসমুহের পেনশন সংক্রান্ত যাবতীয় বিল এ অফিসের মাধ্যমেই পাশ হয়।

ভিডিও ও ম্যাপ